“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আমি স্বাধীন

     
  ।।   রফিক উদ্দিন লস্কর  ।। 

 ।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি













মার অধিকার আমার পাওনা
জোর করে করোনা হরণ,
হতে পারি দুর্বল, প্রতি অঙ্গ অসার
তাই বলে করোনা বিচরণ।
আমার জগতে আমি করি বসবাস
তবে কেন এতো শোষণ?
আমি অসহায়, খুঁজে পাইনি পথ
তবু লোকে করে প্রহসন ।
জোর কর কেন ; শেষ করে দাও
তোমার গায়ে আছে বল,
স্বাধীন আমি, পেয়েছি জন্ম থেকে
তাই মোর শক্ত মনোবল।
নিজের প্রাপ্তি -অপ্রাপ্তি নিজেই বু
ঝো
আছে প্রতিরোধ, প্রতিবাদ,
জেগে ওঠো, বুকে অদম্য শক্তি নিয়ে
নিতে জীবনের চরম স্বাদ।
স্বাধীন হয়েও কেনো হবো পরাধীন!
আমার তো আছে রক্তমাংস,
আমি বাঙালি, আমি করিনা ভয়
আমি বীর নেতাজীর বংশ।
 
-------------------------------------------------
১৪/০৮/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)


কোন মন্তব্য নেই: