“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৫ আগস্ট, ২০১৭

শোকপ্রস্তাব





















৷৷ অর্পিতা আচার্য ৷৷

মৃতদেহ নেই আর 
এপিটাফ লেখা আছে শুধু l

তিরিশ বছর ধরে যেখানে হয়েছে বড়
সেই নদী, পথ, শহর ও
শালবন, ইউক্যালিপটাস -
বাতাসে রেখেছে লিখে নাম তার !

কবরের পাশে কোন কান্না নেই,
একটি বিকেল শুধু চুপ বসে আছে
ম্লান মুখে l একটি বুলেট শুধু তীব্র অপরাধে,
প্রত্যেক ফুলের কাছে ক্ষমা চাইছে l
ধর্ম আর জাতপাত কোলাহল স্তব্ধ করে
অবাক বিস্ময়ে দেখছে -
কতখানি আত্মগ্লানি
ইতিহাসে লিখতে পারে
গুটিকয় বদ্ধ ম্যানিয়াক !
সারাটা বাজার জুড়ে যত রক্তস্রোত
পিচ্ছিল আক্ষেপে আজ
ঝর্ণা-স্নান চায় l

আরো একটি মৃত্যু দেখে
লজ্জায় অধোগামী গৌরাঙ এর জল l



কোন মন্তব্য নেই: