৷৷ অর্পিতা আচার্য ৷৷
মৃতদেহ নেই আর
এপিটাফ লেখা আছে শুধু l
তিরিশ বছর ধরে যেখানে হয়েছে বড়
সেই নদী, পথ, শহর
ও
শালবন, ইউক্যালিপটাস -
বাতাসে রেখেছে লিখে নাম তার !
কবরের পাশে কোন কান্না নেই,
একটি বিকেল শুধু চুপ বসে আছে
ম্লান মুখে l একটি বুলেট শুধু তীব্র অপরাধে,
প্রত্যেক ফুলের কাছে ক্ষমা চাইছে l
ধর্ম আর জাতপাত কোলাহল স্তব্ধ করে
অবাক বিস্ময়ে দেখছে -
কতখানি আত্মগ্লানি
ইতিহাসে লিখতে পারে
গুটিকয় বদ্ধ ম্যানিয়াক !
সারাটা বাজার জুড়ে যত রক্তস্রোত
পিচ্ছিল আক্ষেপে আজ
ঝর্ণা-স্নান চায় l
আরো একটি মৃত্যু দেখে
লজ্জায় অধোগামী গৌরাঙ এর জল l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন