“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

চাপটা চ্যাংড়ামি নয়

।।রাজেশ চন্দ্র দেবনাথ।।
















ক্তস্বল্পতা চোখের ভ্রমটা লজ্জাকর।
৩৩ টুকরো জীবাশ্ম জীবনের
চাপটা চ্যাংড়ামি নয়।
সূক্ষ্ম আড়ালের সংকর পরিকল্পনা।
শহরের ঘাম শুকিয়ে আসে
সরকারি ছায়ায় বৃক্ষরা জিরোয়,
সাহিত্যের গলিতে লুডো খেলে
নিজেকে সান্ত্বনা দেয় মঞ্চের শবাসনে।
বটের গোড়ালিতে জল ঢেলে কাতরাচ্ছেন
যে সব কচি আলোর ব্যাপারীরা
তারা দিবাস্বপ্নের বীজগণিত মেলাতে মেলাতে
দৃশ্যের বাইরে বুনে দেওয়া হচ্ছে
 
হাজার বছরের ৬ টি
 রহস্যপাঠ।

কোন মন্তব্য নেই: