(C) সুভজিত পাল |
।। অভীক কুমার দে ।।
ঝরে
পড়ার পর ভেজা পাথর ছুঁয়ে
বেরিয়ে গেছে যে নদী খবর রাখেনি ঝর্ণার,
ঝর্নার ছিটানো বিলাপ মাথা ঠোকে পাহাড়ের পায়ে।
নদীও জানে সুখ নেই প্রবাহে,
দু'পারের নির্দেশেই যেতে হবে বহুদূর...
সামনে সমানে কোথাও হতাশার সমাবেশ,
যেখানে সমুদ্র- বিছানা সেখানেও রোদ নামে,
বাষ্পীয় খেলা, ঢেউ বাড়ে গায়ে।
.
আকাশের ঘরে বাতাসের ভেজাসুখ
সীমার উপর গড়ায় যখন--
বুকের নীলে স্থির থাকে না মেঘস্তর,
প্রতিবাদে গর্জে ওঠে,
তবু আদ্র আকাশ শুধু বৃষ্টি দিতেই জানে...
.
সীমার উপর গড়ায় যখন তীব্র স্রোত
বুকের হ্রদে স্থির থাকে না জলস্তর,
প্রতিরোধে মেতে ওঠে,
জাগিয়ে তোলে প্রহারভারি ক্রোধ;
তারপর বন্দিজীবন আর বরফজমা অসুখ...
বেরিয়ে গেছে যে নদী খবর রাখেনি ঝর্ণার,
ঝর্নার ছিটানো বিলাপ মাথা ঠোকে পাহাড়ের পায়ে।
নদীও জানে সুখ নেই প্রবাহে,
দু'পারের নির্দেশেই যেতে হবে বহুদূর...
সামনে সমানে কোথাও হতাশার সমাবেশ,
যেখানে সমুদ্র- বিছানা সেখানেও রোদ নামে,
বাষ্পীয় খেলা, ঢেউ বাড়ে গায়ে।
.
আকাশের ঘরে বাতাসের ভেজাসুখ
সীমার উপর গড়ায় যখন--
বুকের নীলে স্থির থাকে না মেঘস্তর,
প্রতিবাদে গর্জে ওঠে,
তবু আদ্র আকাশ শুধু বৃষ্টি দিতেই জানে...
.
সীমার উপর গড়ায় যখন তীব্র স্রোত
বুকের হ্রদে স্থির থাকে না জলস্তর,
প্রতিরোধে মেতে ওঠে,
জাগিয়ে তোলে প্রহারভারি ক্রোধ;
তারপর বন্দিজীবন আর বরফজমা অসুখ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন