।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
মেঘলা, তোর বৃষ্টি দেখি না মেঘে,
অথচ ভিজে যেতে দেখি বুক
মাটি ছোঁবার আগেই...
#
মেঘলা, তুই বড়োই মায়া জানিস,
আকাশ- মাটির মাঝামাঝি মন বুঝেই থাকিস।
তবুও ভয় হয়,
যখন ঠান্ডা অভিমান গুমোটবাঁধে...
#
মেঘলা, তুই কি জানিস না--
যৌবন মানেই মরশুমে আলোঢাকা নয় ?
বাতাস ছুঁয়ে দিলেই তুলো গা উড়ে যাবে...
#
মেঘলা, তোর রূপ বদলাতে দেখছি,
ভিন্নরূপ যদিও নীলের ঘনত্ব বোঝে না, তবু--
রঙ ছড়ালেই প্রেমিক যেমন...
মেঘলা, তোর বৃষ্টি দেখি না মেঘে,
অথচ ভিজে যেতে দেখি বুক
মাটি ছোঁবার আগেই...
#
মেঘলা, তুই বড়োই মায়া জানিস,
আকাশ- মাটির মাঝামাঝি মন বুঝেই থাকিস।
তবুও ভয় হয়,
যখন ঠান্ডা অভিমান গুমোটবাঁধে...
#
মেঘলা, তুই কি জানিস না--
যৌবন মানেই মরশুমে আলোঢাকা নয় ?
বাতাস ছুঁয়ে দিলেই তুলো গা উড়ে যাবে...
#
মেঘলা, তোর রূপ বদলাতে দেখছি,
ভিন্নরূপ যদিও নীলের ঘনত্ব বোঝে না, তবু--
রঙ ছড়ালেই প্রেমিক যেমন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন