“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

কালের ঝঞ্ঝা

।। সিক্তা বিশ্বাস ।।


(C)Image:ছবি












ধির আমি বধির তুমি
বধির দুনিয়াদারি ,
এই দুনিয়ার মজার খেলা
নিত্য জারিজুরি।
আজ যদি হয় যুগোপযোগী
কাল কবে তা অনুপযোগী
  !
আজ যে ধারা বাঁধনহারা,
কাল ছিল তা ছন্দহারা।
কালের
  ঝঞ্ঝা কালের  দায়
কে বা বিচার করে তায় !
হয় যদি সে বাঁধন
  ছাড়া
ধংসাবশেষের
  বেহিসেবি কারা !
বুভুক্ষুতে যে আজ
  দেশটি জোড়া  !
কে বিচারক ,তাঁর কিসের তাড়া !?
নয় কি দেশ ও দশের খামতি
  ?
বিচারেতেই আজ যত ক্লান্তি
  !



#ঝোড়োমেঘ  সংকলন # 
( সিক্তা বিশ্বাস )
শিলং -
  4 ,
১৭-০৪-১৭ ইং ।

কোন মন্তব্য নেই: