।। সিক্তা বিশ্বাস ।।
(C)Image:ছবি |
বধির
আমি বধির তুমি
বধির দুনিয়াদারি ,
এই দুনিয়ার মজার খেলা
নিত্য জারিজুরি।
আজ যদি হয় যুগোপযোগী
কাল কবে তা অনুপযোগী !
আজ যে ধারা বাঁধনহারা,
কাল ছিল তা ছন্দহারা।
কালের ঝঞ্ঝা কালের দায়
কে বা বিচার করে তায় !
হয় যদি সে বাঁধন ছাড়া
ধংসাবশেষের বেহিসেবি কারা !
বুভুক্ষুতে যে আজ দেশটি জোড়া !
কে বিচারক ,তাঁর কিসের তাড়া !?
নয় কি দেশ ও দশের খামতি ?
বিচারেতেই আজ যত ক্লান্তি !
বধির দুনিয়াদারি ,
এই দুনিয়ার মজার খেলা
নিত্য জারিজুরি।
আজ যদি হয় যুগোপযোগী
কাল কবে তা অনুপযোগী !
আজ যে ধারা বাঁধনহারা,
কাল ছিল তা ছন্দহারা।
কালের ঝঞ্ঝা কালের দায়
কে বা বিচার করে তায় !
হয় যদি সে বাঁধন ছাড়া
ধংসাবশেষের বেহিসেবি কারা !
বুভুক্ষুতে যে আজ দেশটি জোড়া !
কে বিচারক ,তাঁর কিসের তাড়া !?
নয় কি দেশ ও দশের খামতি ?
বিচারেতেই আজ যত ক্লান্তি !
#ঝোড়োমেঘ সংকলন
#
( সিক্তা বিশ্বাস )
শিলং - 4 ,
১৭-০৪-১৭ ইং ।
( সিক্তা বিশ্বাস )
শিলং - 4 ,
১৭-০৪-১৭ ইং ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন