।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
একটা হাতলভাঙা হারিকেন সন্ধ্যা থেকে জ্বলতে জ্বলতে
প্রতিরাতেই ফিতাপোড়া গন্ধ আর
গভীর রাত জেগে ওঠে মনের গভীরে...
.
ফাটা চশমার খাঁজে ভেসে ওঠে একটি নদীর চলনছায়া,
স্মৃতিগুলো জোনাকিছন্দে ভেসে ভেসে জেগে থাকে,
এই বুঝি ছোঁয়া যায়...
এই তো ক'দিন আগেও সবই ছিল,
দু'টি নদী এক ছিল,
কেন তবে মরণদ্বীপ জাগে, ভাগ হয় নদীজল !
চোখের জল চুপিচুপি বয়ে গেলে
চোখের কোলেই রাতের কালো কালি;
তারপর অনেক রাত বেহালাকান্নায়...
.
আকাশের আলো ঘুমঘোর নেশায় ডুবে গেলে
রাতের শরীর ফ্যাকাসে হয়,
এভাবেই চলনছায়া মুছে যায়,
একদিন ফিতাপোড়া গন্ধেই শেষ ধোঁয়া- নিঃশ্বাস...
একটা হাতলভাঙা হারিকেন সন্ধ্যা থেকে জ্বলতে জ্বলতে
প্রতিরাতেই ফিতাপোড়া গন্ধ আর
গভীর রাত জেগে ওঠে মনের গভীরে...
.
ফাটা চশমার খাঁজে ভেসে ওঠে একটি নদীর চলনছায়া,
স্মৃতিগুলো জোনাকিছন্দে ভেসে ভেসে জেগে থাকে,
এই বুঝি ছোঁয়া যায়...
এই তো ক'দিন আগেও সবই ছিল,
দু'টি নদী এক ছিল,
কেন তবে মরণদ্বীপ জাগে, ভাগ হয় নদীজল !
চোখের জল চুপিচুপি বয়ে গেলে
চোখের কোলেই রাতের কালো কালি;
তারপর অনেক রাত বেহালাকান্নায়...
.
আকাশের আলো ঘুমঘোর নেশায় ডুবে গেলে
রাতের শরীর ফ্যাকাসে হয়,
এভাবেই চলনছায়া মুছে যায়,
একদিন ফিতাপোড়া গন্ধেই শেষ ধোঁয়া- নিঃশ্বাস...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন