(অনুগল্প)
(C)Image:ছবি |
।। অভীক কুমার দে ।।
. একটা রূপনগর আমার আছে, তোমার আছে, সবার আছে।
বহুরূপীরা নিজ ক্ষমতায় রূপান্তরিত হয়। রূপান্তরের সময় রূপের ঘুম মায়াবী খুব, অথচ রূপান্তরিত রঙের যাদু রূপের অরূপকে কামুক অথবা নিষ্কামে বদলে নিলেই ঘুম- কুমির নড়ে ওঠেন ! ঘটনার বিস্তারে অঘটনের হিসেবনিকেশ যখন ত্রিভুজ- বৈঠকে মুখোমুখি রূপ, অরূপ এবং বহুরূপ।
কিছুদিন পর আবার---- রূপের ডালায় অরূপের কলায় বহুরূপী মাছি....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন