।। রাত্রি সুর ভুলে যাক ।।
(C)Image:ছবি |
।। অভীক কুমার দে ।।
.
আঁধারে দাঁড়িয়ে কবিতার স্বরূপ খোঁজে কবি।
.
দমবন্ধ রাত আর ভেতর কালোয় কবিতাজীবন থেমে গেলে
ধুলোজমা পাতায় অগণিত কবির লাশ,
যেখানে দিনরাত সময়ের বাদুড়বাজি।
.
বন্ধ ঘরে অজস্র গোপনীয়তা জানি, তবু
গ্রীষ্মঘুমের মতোই জমে ওঠে যুক্তি- তর্ক, ছন্দ, আবেগ,
মেরু- মেরু বিরোধ তখন বাইরে ভেতরে...
.
কোন এক ভোরের আলোয় ভরে উঠুক গ্রন্থাগার,
তারপর আর বন্ধ দরজা নয়
বরং ঝরঝরে বর্ণের উষ্ণ শরীর রাত্রি সুর ভুলে যাক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন