“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

সাড়ে ৩

।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।

(C)Image:ছবি























I)
মেঘের  XXX বারান্দায়
কটকটে সুপারি---> 69 মধ্য প্রশ্বাস
{ঠোঁটের পরিস্থিতি বিবর্তিত }
নদীর(১০ ÷ ৫) জল চুয়েছে!
পাড়াগাঁয়ে "আলো খন্ড ২" নিয়েই
পিঁপড়ে কাটছে@gmail.com

কোন মন্তব্য নেই: