।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
তাঁতঘর।
সুতোর সেতুবন্ধন শেষে সেজে ওঠে নবজাতক।
.
শিল্পীর অবিরাম প্রচেষ্টা অথবা কৌশল।
ভাবনায় শব্দের রসদ বলেই--
সাজানো সুতো কেঁপে ওঠে।
নিপুণখেলায় জড়িয়ে গেলে
প্রয়োগ সব ধরা দেয় শিল্পীর ঘরে এবং
ধারাবাহিকতা...
তাঁতঘর।
সুতোর সেতুবন্ধন শেষে সেজে ওঠে নবজাতক।
.
শিল্পীর অবিরাম প্রচেষ্টা অথবা কৌশল।
ভাবনায় শব্দের রসদ বলেই--
সাজানো সুতো কেঁপে ওঠে।
নিপুণখেলায় জড়িয়ে গেলে
প্রয়োগ সব ধরা দেয় শিল্পীর ঘরে এবং
ধারাবাহিকতা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন