।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
বৃষ্টি।
একেকটি বিন্দু নেমে আসছে।
বড়- ছোট- মাঝারি গঠন।
ছন্দ বৃত্তের।
.
বিন্দুরা যে পথে নেমে আসে
সব পথ এক নয়,
মেঘা লয়ে সুর আর তাল বুঝেই...
.
তরলের তরল গোলক।
গোলকের কাছে গোলকের মেঘলা- ভাবনায়
ভেজা অভিমান আছে জানি,
এই অভিমান কখনও শীত কখনও কাঁটা।
.
নেমে আসার পর
বিন্দু বিন্দু জড়িয়ে যে পথে গা ভাসায়
সে পথেই গোলকের ছন্দবৃত্তি।
.
এপার ওপার সমানে ভিজে গেলে
অবুঝ দেয়াল ভিন্ন তাপমাত্রায় পোড়ে...
বৃষ্টি।
একেকটি বিন্দু নেমে আসছে।
বড়- ছোট- মাঝারি গঠন।
ছন্দ বৃত্তের।
.
বিন্দুরা যে পথে নেমে আসে
সব পথ এক নয়,
মেঘা লয়ে সুর আর তাল বুঝেই...
.
তরলের তরল গোলক।
গোলকের কাছে গোলকের মেঘলা- ভাবনায়
ভেজা অভিমান আছে জানি,
এই অভিমান কখনও শীত কখনও কাঁটা।
.
নেমে আসার পর
বিন্দু বিন্দু জড়িয়ে যে পথে গা ভাসায়
সে পথেই গোলকের ছন্দবৃত্তি।
.
এপার ওপার সমানে ভিজে গেলে
অবুঝ দেয়াল ভিন্ন তাপমাত্রায় পোড়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন