(C)Image:ছবি |
অভীক কুমার দে
.
ঝমঝম বৃষ্টি হয়েছিল সেদিন,
ঝুপড়ি থেকে বেরিয়ে কোন কাঁচা মুখ ভিজেছিল,
কোন প্রিয় সুর যদিও বেজে ওঠেছিল গুনগুন
ধড়ফড় শোনেনি কোন হৃদয়পুরের প্রেমিক।
বিরামহীন বৃষ্টি হবার পর
বন্যাকবলে কষ্টের নতুন ছবি,
সব জলে পিপাসা মেটে না জেনেও
চেনাজানা পথ ডুবে ডুবেই খেয়েছে জল;
ঘোলা জলের শ্যাওলা গন্ধ আর ধারালো বালিকণা
কতটা হৃদয় কাটে পথের কি জানা নেই ?
.
সব ভেজারাগ ভুলে যেতে চায় যদি একদিন
পথের গায়ে জেগে উঠবে পলিদাগ।
.
ঝমঝম বৃষ্টি হয়েছিল সেদিন,
ঝুপড়ি থেকে বেরিয়ে কোন কাঁচা মুখ ভিজেছিল,
কোন প্রিয় সুর যদিও বেজে ওঠেছিল গুনগুন
ধড়ফড় শোনেনি কোন হৃদয়পুরের প্রেমিক।
বিরামহীন বৃষ্টি হবার পর
বন্যাকবলে কষ্টের নতুন ছবি,
সব জলে পিপাসা মেটে না জেনেও
চেনাজানা পথ ডুবে ডুবেই খেয়েছে জল;
ঘোলা জলের শ্যাওলা গন্ধ আর ধারালো বালিকণা
কতটা হৃদয় কাটে পথের কি জানা নেই ?
.
সব ভেজারাগ ভুলে যেতে চায় যদি একদিন
পথের গায়ে জেগে উঠবে পলিদাগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন