।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
মা'র ঘড়িটা যত্নে রেখেছি,
সেটাই যে আমার সব অলঙ্কার আর অহংকার।
আর কী ছিল ?
ছিল কি !
কিছুই তো মনে পড়ে না...
ছিল, একটা সাদা প্যান্ট,
স্কুল অথবা বাড়ির একটাই।
প্যান্টের চোখ ছিল দুটো,
সবার চোখে চোখ মেলাতেই সবার হাসি
আমার কান্না,
অথচ ঐ চোখে চোখ মেলাতেই পারিনি,
পেছনের চোখ পেছনেই থেকেছে...
মা বলতেন--
সমাজের ছোট চোখ তোর পেছনে,
তুই শুধু সমানে দেখ,
সামনে দেখ।
এই ধর আমার ঘড়ি,
এটাতে সময় ওঠে,
সময় দেখিস, সময় বুঝিস সময় মতো।
.
মা'র ঘড়িটা যত্নেই রেখেছি,
এখনও সময় ওঠে,
সময় দেখায় সমাজের ছোট চোখ...
মা'র ঘড়িটা যত্নে রেখেছি,
সেটাই যে আমার সব অলঙ্কার আর অহংকার।
আর কী ছিল ?
ছিল কি !
কিছুই তো মনে পড়ে না...
ছিল, একটা সাদা প্যান্ট,
স্কুল অথবা বাড়ির একটাই।
প্যান্টের চোখ ছিল দুটো,
সবার চোখে চোখ মেলাতেই সবার হাসি
আমার কান্না,
অথচ ঐ চোখে চোখ মেলাতেই পারিনি,
পেছনের চোখ পেছনেই থেকেছে...
মা বলতেন--
সমাজের ছোট চোখ তোর পেছনে,
তুই শুধু সমানে দেখ,
সামনে দেখ।
এই ধর আমার ঘড়ি,
এটাতে সময় ওঠে,
সময় দেখিস, সময় বুঝিস সময় মতো।
.
মা'র ঘড়িটা যত্নেই রেখেছি,
এখনও সময় ওঠে,
সময় দেখায় সমাজের ছোট চোখ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন