“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

শবের ঘরে আড্ডা


   ।।       রফিক উদ্দিন লস্কর       ।।

(C)Image: ছবি









দূর থেকে দাঁড়িয়ে দেখি পাহাড়ের চূড়া
জমেছে ধবল সাদা মেঘরাশি,
শীতের বসত সেথায় আকাশের মিলন
বরফ গলা জল পড়ছে খসি।
রৌদ্রদগ্ধ হিমেরঘরে মেলছে দুটি পাখা
নেমেছে গড়ে গড়ে নিম্নদেশে,
স্লেজে চড়ে দুই পা মুড়ে যাত্রা স্বপনপুর
দু'বাহু মেলে ছিন্নমস্তা বেশে।
রোদের মুখে রোষের বেশে ছন্নছাড়া সে
আপন বসত দিয়া বিসর্জন,
দূর দেশেরই সর্বজনায় অঙ্গে দিলো ঠাঁই
করে সাধ্যমতো আপ্যায়ন।
 
শ্বেতবসনে কফিন মাঝে দূরদূরান্তে পাড়ি
শবের ঘরে আড্ডা জমায়,
সর্বশেষ হাওয়ার সাথে শেষ ঠিকানা তার
মরণকালেও ভয় না পায়।
২৬/০৮/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: