“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২ আগস্ট, ২০১৭

চাঁদের হাট


।। অভীক কুমার দে ।।
.
(C)Image:ছবি












দের কথায় ভুলে যাই কারো অভাবের রাতদিন--
সমত্ব বোঝে না, প্রেম খোঁজে রাস্তায়,
চাঁদের হাট থেকে প্রতিরাতে আলো নেমে এলে
একতায় সততার একতারা সুর বাজে;
প্রতিদানে প্রতিঘাত সময়ের, কুয়াশায় ঢাকা পড়ে আগামীর ছবি।
.
ওদের কথায় ভুলে যাই কারো স্বভাবের রাতদিন--
সাম্যবাদের নামে সমানে কাটে কষ্টের বুক,
সুখছবি ঘেঁটে দেখে সুখচর দেশটায়
প্রতিটি শিশুর স্বপ্ন বেঁচে খাবে বলে...
মাঝেমাঝে হাঁকডাক, তারপর থেমে যায়, তুই শিশু কবে সুখী হবি !
.
এদের- ওদের কথায় ভুলে যাই নবাবের রাতদিন--
চাঁদের হাটে আঁধার জমা করে একবুক তেষ্টায়,
চেষ্টায় কান্নার স্বরলিপি সুর খোঁজে
প্রজাপতির রংভরা পাখনায়...
জনপদে গুণগান, গণছাপ ঢাকনায়, রেখে যায় কথকতা অসময়ের কবি।

কোন মন্তব্য নেই: