।। অভীক কুমার দে ।।
.
(C)Image:ছবি |
এদের কথায় ভুলে যাই কারো অভাবের রাতদিন--
সমত্ব বোঝে না, প্রেম খোঁজে রাস্তায়,
চাঁদের হাট থেকে প্রতিরাতে আলো নেমে এলে
একতায় সততার একতারা সুর বাজে;
প্রতিদানে প্রতিঘাত সময়ের, কুয়াশায় ঢাকা পড়ে আগামীর ছবি।
.
ওদের কথায় ভুলে যাই কারো স্বভাবের রাতদিন--
সাম্যবাদের নামে সমানে কাটে কষ্টের বুক,
সুখছবি ঘেঁটে দেখে সুখচর দেশটায়
প্রতিটি শিশুর স্বপ্ন বেঁচে খাবে বলে...
মাঝেমাঝে হাঁকডাক, তারপর থেমে যায়, তুই শিশু কবে সুখী হবি !
.
এদের- ওদের কথায় ভুলে যাই নবাবের রাতদিন--
চাঁদের হাটে আঁধার জমা করে একবুক তেষ্টায়,
চেষ্টায় কান্নার স্বরলিপি সুর খোঁজে
প্রজাপতির রংভরা পাখনায়...
জনপদে গুণগান, গণছাপ ঢাকনায়, রেখে যায় কথকতা অসময়ের কবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন