“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

সমর্পণ


।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি























নাটকের মতোই অবিকল সমর্পণ।
কবেকার অচেনা কেউ সমর্থন দিয়েছে বলেই অস্থির ঢেউ,
মুখোমুখি তোমার- আমার ঈশ্বরছায়া...
.
মহানগর থেকে খবর এলে--
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ-- সুখ থাকে না কোথাও,
আমার পাহাড়েও অবস্থানের কৌণিক অসুখ।
দরদামের দাপাদাপি আর ঋণাত্মক অবসাদ
বেলার পর বেলায় পা বাড়ালেই
একবুক হাঁড়িজল ভারি হয়,
তখন দেশীয় মাধ্যাকর্ষণের কৌতূহলী টান
জলেরদরেই টেনে নিয়ে যায় মৃত্যু নামের অদৃশ্য স্বাধীনতায়...
.
আসন- ভাষণে প্রতিদিন শাসনের পেটে শোষণ জন্মায়,
দাগ রেখে যায় অগণিত লাশের কাছে...

কোন মন্তব্য নেই: