।। মধুমিতা নাথ।।
রোজকার মতো একঘেয়ে সকাল আজ নয়
রাজপথে
কুকুর খেদানো লাঠি হাতে
কোনো
আদিখ্যেতার মর্নিং ওয়াক নেই
শখের
লাঠি ----
আসলে
উঁচুডালের ফুল নাগালে আনার ,
কর্পোরেশনের
ঝাড়ু হাতে মেয়েটাও ভালো জানে ...
নেই
------ ওরা কেউ নেই
ফুলেরা
বৃষ্টি সকালে অবাঞ্ছিত কন্যাভ্রুণ
কিশোরী
শহুরে সকাল
বৃষ্টি-সহোদরা
ঝাড়ুদার মেয়েটির
সোহাগী-কাঁথা
জড়ানো ঘুম তাই
রাজপথ
ধুয়ে গেছে শেষ রাতেই
সিবলিং
ভালোবাসায়
জঞ্জালমুক্ত
---- আমার শহর
দলছুট
ভিজেকাক ! গৃহদাসী নির্বাক
পথ
হাঁটে , নির্জীব ভাবলেশহীন
আমার
শহরে ওরা অনেক প্রাচীন
যৌবনের
বয়স নেই ----
এই
ঝিরঝির ধারাপাত
হিমহিম
বাতাসের ওড়নার সুখ
গতিময়
পঁচিশের পাশাপাশি উড়ন্ত দুরন্ত পঞ্চাশ ,
অনিশ্চিত
ভবিষ্যৎ আর হতাশ অতীত
বৃষ্টিভেজা
পিঠে বৃষ্টিভেজা মুখ ...
-------------//--------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন