“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

মর্নিং ওয়াক্













।। মধুমিতা নাথ।।


রোজকার মতো একঘেয়ে সকাল আজ নয়
রাজপথে কুকুর খেদানো লাঠি হাতে
কোনো আদিখ্যেতার মর্নিং ওয়াক নেই
শখের লাঠি ----
আসলে উঁচুডালের ফুল নাগালে আনার ,
কর্পোরেশনের ঝাড়ু হাতে মেয়েটাও ভালো জানে ...

নেই ------ ওরা কেউ নেই
ফুলেরা বৃষ্টি সকালে অবাঞ্ছিত কন্যাভ্রুণ

কিশোরী শহুরে সকাল
বৃষ্টি-সহোদরা ঝাড়ুদার মেয়েটির
সোহাগী-কাঁথা জড়ানো ঘুম তাই

রাজপথ ধুয়ে গেছে শেষ রাতেই
সিবলিং ভালোবাসায়
জঞ্জালমুক্ত ---- আমার শহর

দলছুট ভিজেকাক ! গৃহদাসী নির্বাক
পথ হাঁটে , নির্জীব ভাবলেশহীন
আমার শহরে ওরা অনেক প্রাচীন

যৌবনের বয়স নেই ----
এই ঝিরঝির ধারাপাত
হিমহিম বাতাসের ওড়নার সুখ
গতিময় পঁচিশের পাশাপাশি উড়ন্ত দুরন্ত পঞ্চাশ ,
অনিশ্চিত ভবিষ্যৎ আর হতাশ অতীত
বৃষ্টিভেজা পিঠে বৃষ্টিভেজা মুখ ...

            -------------//--------------



কোন মন্তব্য নেই: