“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

খালি তে খোলা শরীর


।। অভীক কুমার দে ।।



(C)Image:ছবি

























.
খালি তে খোলা শরীর আকাশের গাঁ।
চাঁদের পিছে পিছে তারাদের ভিড়,
আমিও ভাবি শেষবেলায়
একটু সাজগোজ
রঙিন হবে স্বপ্ন,
রঙিন আলোয় আকাশ ছোঁবো
ছায়াপথ মুছে দেবো;
ধোঁয়া ধোঁয়া মায়াজাল ছিঁড়ে
তারাদলের ভিড় হবে ফাঁকা আকাশে
চাঁদের আগেই...
অথচ নীলমায়ায় সন্ধ্যা নামে,
রঙিন স্বপ্ন ধূসর হয় এবং মেঘলা আলাপ।
.
খালি তে খোলা শরীর আকাশের গাঁ
তারার ফাঁকে ফাঁকা আকাশ নয়,
আকাশটাই ফাঁকা তারায় এক শূন্যস্থান।

কোন মন্তব্য নেই: