।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
খালি তে খোলা শরীর আকাশের গাঁ।
চাঁদের পিছে পিছে তারাদের ভিড়,
আমিও ভাবি শেষবেলায়
একটু সাজগোজ
রঙিন হবে স্বপ্ন,
রঙিন আলোয় আকাশ ছোঁবো
ছায়াপথ মুছে দেবো;
ধোঁয়া ধোঁয়া মায়াজাল ছিঁড়ে
তারাদলের ভিড় হবে ফাঁকা আকাশে
চাঁদের আগেই...
অথচ নীলমায়ায় সন্ধ্যা নামে,
রঙিন স্বপ্ন ধূসর হয় এবং মেঘলা আলাপ।
.
খালি তে খোলা শরীর আকাশের গাঁ
তারার ফাঁকে ফাঁকা আকাশ নয়,
আকাশটাই ফাঁকা তারায় এক শূন্যস্থান।
খালি তে খোলা শরীর আকাশের গাঁ।
চাঁদের পিছে পিছে তারাদের ভিড়,
আমিও ভাবি শেষবেলায়
একটু সাজগোজ
রঙিন হবে স্বপ্ন,
রঙিন আলোয় আকাশ ছোঁবো
ছায়াপথ মুছে দেবো;
ধোঁয়া ধোঁয়া মায়াজাল ছিঁড়ে
তারাদলের ভিড় হবে ফাঁকা আকাশে
চাঁদের আগেই...
অথচ নীলমায়ায় সন্ধ্যা নামে,
রঙিন স্বপ্ন ধূসর হয় এবং মেঘলা আলাপ।
.
খালি তে খোলা শরীর আকাশের গাঁ
তারার ফাঁকে ফাঁকা আকাশ নয়,
আকাশটাই ফাঁকা তারায় এক শূন্যস্থান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন