|| অভিজিৎ দাস ||
পার্থক্য
জল ভরা বালতি
ও
বালতি ভরা জল
এক নয়
প্রথমটা বললে
বন্যার কথা মনে আসে
দ্বিতীয়টা বললে
মনে আসে পায়খানার কথা
একইভাবে
তুমি ভরা আমি
ও
আমি ভরা তুমি
এক নয়
প্রথমটা বললে
একজন কবি চোখে ভাসে
দ্বিতীয়টা বললে
পাগলিনী !
রিক্সা
রিক্সায় কোনো আয়না থাকেনা
কেউ কেউ পরে লাগান
পেছনে আসা গাড়ি দেখতে নয়
পেছনে বসা যাত্রী দেখতে
যখন ছোরা মারেন পেছন
থেকে কেউ
তখন তাঁদের চেহারা যেমন হয়
অনেক রিক্সাওয়ালাই সেটা দেখতে ভালোবাসেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন