“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

সিটি অব জয়

।। মধুমিতা নাথ।।

























মেঘের ভেতর ডানা মেলে উড়তে উড়তে
পৌঁছে যাই তোর আনন্দ-নগরে ,
ভালোবাসার নাগরিক কোলাহলে
তালগোল পাকানো ভুলভুলাইয়া রাজপথে
খুঁজে ফিরি হয়রান ---
সবুজ গন্ধমাখা এক ড্যান্সিং ফ্রক ...

উনিশ-পুরোনো সেই ঘুমঘুম গান
পাঁজর নিংড়ে আসা বাৎসল্য মিঠে সুখ
অনভ্যস্ত ঠোঁটের কোণে
এপথ ওপথ বেয়ে জাহ্নবী অভিমুখ

সচ্ছলতা ফেরী করে
কৃত্রিম যত অভিলাষ
যান্ত্রিক প্রাপ্তিতে
রাইড --- কলম্বাস !

দীঘলবাঁকের বুকে রাণীদীঘি ছুঁয়ে
বটের ঝুরি নামে তিরতির জলে
মেঘলা দুপুর ---- হৈ হৈ ঝুপ ঝাপ
দীঘির হৃদয় জুড়ে উথাল পাথাল
শ্রাবণের রিমঝিম রুমঝুম ঝমঝম
ক্লোরিনের আবরণে আঘাতের দাগ ফুটে
ব্যথা চাপে জলপরী --- ওয়াটার কিংডম ,
অতৃপ্ত জলোচ্ছ্বাস ----
আমার রাণী হাসে , এখনো বারোমাস।

সবুজের ঢাল বেয়ে সোনাল ছায়ায়
শাপলার ফাঁকে
এঁদোপুকুরের পাঁকে
শামুক গুগলি ঝাঁকে
গড়াগড়ি ধানক্ষেতে শ্যাওলা বাহার
বনপেয়ারার হাতছানি ভুলে
গুটিগুটি পায়ে হাঁটি
থরে থরে রকমারি ফ্রুট-স্যালাড পাহাড়

ঐতিহ্য থেকে এক লহমায় বর্তমান
যান্ত্রিক ব্যবধান
শ্রমে-টানা শতাব্দী-প্রাচীন দ্বি-চক্র শকট পাশে
ওলা ... উবের .... বেমানান ! বেমানান !

তবুও বিবর্তনে ,
বৃদ্ধ-শকট লোভাতুর প্রতীক্ষায়
অলিগলি নিশাচর যাত্রী আশায়
বস্তির চালাঘরে বিনিদ্র চোখ ,
ঝুলনের চাঁদ ঝুলে ফিকে চাঁদোয়ায়
নগরায়িত বৃন্দাবন অস্পষ্ট দৃশ্যমান
বিলাসিনী রাই কাঁদে ---
"মরণ রে , তুঁহু মম শ্যাম সমান ..."

জেব্রা ক্রসিং ছেড়ে
এবড়ো খেবড়ো ভাঙাচোরা ঝামা-ধরা
পুরোনো ইটের খাঁজে , ফুটপাথ ঘেঁষে
এখনো উষ্ণতা ছড়ায় বিবেকের লাশ
সময় মানেনা কোনো ট্রাফিকের সিগন্যাল
জীবন-মিছিলে ছুটে নাগরিক নাভিশ্বাস

স্বার্থের যাতায়াত
পাশকাটা , পদাঘাত
ঝিরঝিরে ধারাপাত
জলছাপ ---- বিবেকের খুন আর ঘাম
মেঘে ঢাকা ছায়া-চাঁদ
গলি থেকে ফিরে যায়
নিয়ন আলোয় সাজে তিলোত্তমা রাত !
নিথর বিবেক ঘিরে আলোক-ভিখিরি মথ
পোস্টের নীচে জমে সভ্যতার অভিসম্পাত !!

         








কোন মন্তব্য নেই: