।।অভীক কুমার দে ।।
.
ঝরে যাবার আগে একেকটি পাতায়
কালো কালো বিন্দু জমা ক্যান্সার,
শিরার কাছাকাছি টিউমারের মতোই জেগে থাকে
বিচ্ছিরি এটা সে'টা...
সত্যি সব স্বপ্নই মজবুত ছাঁকনির খাঁজে
কিছু সুখের কিছু অসুখের মেঘঢাকা চাঁদ
অন্তমিলহীন চলচ্চিত্রে
ঝুলন্ত লাশের মতোই আটক ঘটনা,
ছায়ার ছায়া জেগে থাকে একান্ত ছায়ায়...
.
বিচ্ছেদ সুর বেজে ওঠার আগেই যৌবনরঙ
টিকে থাকে না মায়াঘন রোদে,
তবু হেলায় খেলায় শেষবেলায়
হলুদ চোখ
খোলা আকাশ
অন্ত
একেকটি পাতায় কিছু সবুজ তখনও থাকে
যেটুকু শেষ ঝাঁকুনির পর অন্তঃসারশূন্য...
.
ঝরে যাবার আগে একেকটি পাতায়
কালো কালো বিন্দু জমা ক্যান্সার,
শিরার কাছাকাছি টিউমারের মতোই জেগে থাকে
বিচ্ছিরি এটা সে'টা...
সত্যি সব স্বপ্নই মজবুত ছাঁকনির খাঁজে
কিছু সুখের কিছু অসুখের মেঘঢাকা চাঁদ
অন্তমিলহীন চলচ্চিত্রে
ঝুলন্ত লাশের মতোই আটক ঘটনা,
ছায়ার ছায়া জেগে থাকে একান্ত ছায়ায়...
.
বিচ্ছেদ সুর বেজে ওঠার আগেই যৌবনরঙ
টিকে থাকে না মায়াঘন রোদে,
তবু হেলায় খেলায় শেষবেলায়
হলুদ চোখ
খোলা আকাশ
অন্ত
একেকটি পাতায় কিছু সবুজ তখনও থাকে
যেটুকু শেষ ঝাঁকুনির পর অন্তঃসারশূন্য...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন