“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

শকুনের ডানার শব্দ

।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি
















.
সেদিন মাঝরাতে অনেক চিৎকার করে বলেছিলাম--
অন্ত্রের ভেতর গণসংযোগ নেই,
তন্ত্রে- মন্ত্রে যন্ত্র জুটবে;
কেউ শোনেনি, কেউ শোনোনি !
.
কেউ কাঠি ঠুকে ঠুকে এগিয়ে গেলে
সবার অজান্তেই মরারক্ত বেরিয়েছে
রাজরক্তের শিরা বেয়ে...
চট্টগ্রামে যখন অবুঝ খুশি
কলকাতার ছাঁদ থেকে চাঁদ ডুবেছে,
তারপর একটানা শকুনের ডানার শব্দ...
সেদিন মাঝরাতে অনেক চিৎকার করেছিলাম,
কেউ শোনেনি, কেউ শোনোনি !
.
শকুনেরা আগেও ছিল এখনও আছে,
বাইরে ভেতরে অনেক রক্ত ঝরে যাবার পর
রক্তজালিকায় রক্তশূন্যতা এখন,
প্রতিদিন নতুন প্যাকেট ঝোলানো হয় গ্রন্থ পাঠের পর...

কোন মন্তব্য নেই: