।। রফিক উদ্দিন লস্কর ।।
কী পেলাম! আজি একাত্তর বছরে
স্বাধীন? তবে কেন শাসানি?
কেন বাস্তুভিটা হারালাম?
রক্ত ঝরাতে হয় আমার দেহের
কেনো আজ শিবিরে দিন গুজরাই?
খেতে গিয়েও বিপাকে পড়ি,
গলায় আটকা পড়ে।
খাবারের অধিকার আজ খর্ব..
আছে কামান উড়বে মাথার খুলি,
তাই মুখ বুজে যাই।
মুখ খুললে নিলামে উঠবে মাথা
নাহয় জ্যান্ত হবে ছাই।
কন্ঠ রুদ্ধ আজ, চেপে ধরেছে গলা
সম্মান, তার বিপরীত মেরুতে
শুধু লাঞ্ছনা আর গঞ্জনা,
স্বাধীনতার নামে চরম স্বৈরচার
মুখেও শিকল, কথা বলোনা।
স্বাধীনতা কী দিলো? কী পেলাম?
আগুনে জ্যান্ত জ্বলতে হয় আমায়,
না'কি কুকুরের মতো তাড়া খেতে?
অতিষ্ঠ! দু'চার মুখের কথায়।
------------------------------------------------
১৫ই আগষ্ট,২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন