“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

সংগ্রাম

(C)Image:ছবি


















।। অভীক কুমার দে ।। 
.
এক
.......
চারঘন্টায় আধসেদ্ধ ভাত অথবা চাল ভীষণ খুশি, 
খুশিতেই লাফালাফি ভোঁতা গালের থালায়;
পালানো যাবে...
.
আগুনের পর আগুন জ্বালে চারঘন্টায় আধসেদ্ধ ভাত অথবা চাল
টপকে গেছে বহুবার বহুদূর বহুদিনে আগে,
অথচ প্রতিটি লাশ নামানোর পরও সেই দড়ি 

ঝুলে থাকে আরও আরও গলার অপেক্ষায়...
.
লুটেরাদের গুদামে থেকে থেকে যৌবন গেছে,
ঘরের ফুটোপথে পোড়ারঙের পৃথিবী দেখে দেখে
লাল হয়ে যাওয়া চালের শরীরে ব্যথা নেই।
.
দুই
.......
কাদা- কাঁদা উনুনের পাশ দিয়ে যে মিছিল রোজ এগিয়ে আসে
ঐ লাইনে একতা দেখি,
দেখি-- 

খাবার পেয়েও শ্রমের ভাগাভাগি জানে,
শৃঙ্খলা জানে,
জানে শেকল- কৌশল;
থালা থেকে টপকে যাওয়া ভাত অনায়াসে সমান সমানে...



কোন মন্তব্য নেই: