“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া
























।। অভীক কুমার দে ।। 
.
এই বর্বরতা কেন ?
আগেও একবার, এখন আবার বারবার...
যতবার ততবার হৃদয়কাটা কান্না তিতাসের।
.
মাটি- জল ইতিহাস ভোলে না।
সুরুচি- সৌন্দর্য- শিল্প জানে মাটি,
সাহিত্য- সংস্কৃতি- সাম্য- প্রীতি জলের ধর্ম যেমন...
ঐ তিতাস বৃত্তাকারেই ঐতিহ্য খোঁজে ধারায়,
উৎস খোঁজে, মানুষ খোঁজে,
পেয়েও তবু হারায় !
আগেও একবার, এখন আবার বারবার...
.
যেখানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের অমরকথা,
ওস্তাদের সুর আর অদ্বৈত তিতাসজীবন--
সময়ের পথে ক্ষত ভুলে যেতে চায়,
যেখানে আজও জয়দুল হোসেন ভাষাচত্বরে
ঐক্যের প্রেমিক খুঁজে বেড়ায়,
সেখানে আবার ধর্মান্ধতা কেন !
আগেও একবার, এখন আবার বারবার...

কোন মন্তব্য নেই: