“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

যাত্রা

                        
      ।। রফিক উদ্দিন লস্কর।।
(C)image:ছবি











থ আছে পাথেয় নেই দিগন্তের যাত্রী 
বুকভরা আশা-ভালোবাসা,
কাল অমানিশায় জ্বলজ্বল করে তারা
ভ্রমের মাঝে হারিয়ে দিশা।
দূর থেকে দেখে আসে আলোর ফুলকি
জমিয়ে মনে হাজার কথা,
নব্য জগতে চলিতে মনে জাগে শিহরণ
 
পরিণামে জুটে শুধুই ব্যথা।
আলোর ধরা তবু দু'চোখে ঝাপসা রূপ
অদৃশ্যে ছুটে দূরের দিশায়,
নিজস্বতা হারিয়ে ফেলে কালের গ্রাসে
জীবন্ত স্মৃতি হারিয়ে যায়।
অস্ফুট কথা বাড়ায় ব্যথা চলেনা চরণ
মরণের পথে এগিয়ে চলে,
সুখের স্বপ্ন নিয়ে এতদূর চলে যাওয়া
তবুও যে দেখা নাহি মিলে।
নিজেকে সঁপে দেয় আগুনের মুখে সে
রাখিয়া সব মান অভিমান,
স্বপ্ন জগতে গড়িতে সে বাস্তব ইতিহাস
 
দুর্গম পথে দেখি অভিযান।
 
---------------------------------------------------
০৮/০৮/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: