“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

২৫শে বৈশাখ

                ।।রফিক উদ্দিন লস্কর।।

(C)Image:ছবি



















হে রবি! আজি ২৫শে বৈশাখের পূণ্যপ্রভাতে,
তোমার জন্য সুশোভিত মালা রেখেছি হাতে।
আকাশে বাতাসে ধ্বনিত আজ তোমারি নাম,
সবুজ পাতে পুষ্প বাসে প্রকৃতি জানায় প্রণাম।
অন্তর মাঝে অক্ষয় অমর হয়ে থাকো চিরদিন,
প্রণামি তোমারে আজ, তোমার শুভ জন্মদিন।
তোমার পদ্য গদ্য গানে তোমারি কথা গাঁথায়,
হৃদয় মাঝে ঢেউ তুলে আনন্দের সুর বাজায়।
আম্রকুঞ্জের শীতল ছায়ায় সাজানো আসন,
করে আহ্বান একান্তে সাধের শান্তিনিকেতন।
হে রবি! বিশ্বকবি তোমার মাঝে হয়েছি বিলীন,
দুই দেশে গায় গান, মিটবে কি কভু সেই ঋণ!
কত ডুব দেয় ভ্রমণে নাটকে না হয় উপন্যাসে,
সেই আনন্দ দেখিতে তুমি যদি থাকিতে পাশে।
এসো হে ২৫শে বৈশাখ,সবে মিলি করি আহ্বান,
প্রাণের মাঝে সুরে সুরে রয়েছে তব গীতবিতান।
                      *************

০৮/০৫/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: