।।রফিক উদ্দিন লস্কর।।
হে রবি! আজি ২৫শে বৈশাখের পূণ্যপ্রভাতে,
তোমার জন্য সুশোভিত মালা রেখেছি হাতে।
আকাশে বাতাসে ধ্বনিত আজ তোমারি নাম,
সবুজ পাতে পুষ্প বাসে প্রকৃতি জানায় প্রণাম।
অন্তর মাঝে অক্ষয় অমর হয়ে থাকো চিরদিন,
প্রণামি তোমারে আজ, তোমার শুভ জন্মদিন।
তোমার পদ্য গদ্য গানে তোমারি কথা গাঁথায়,
হৃদয় মাঝে ঢেউ তুলে আনন্দের সুর বাজায়।
আম্রকুঞ্জের শীতল ছায়ায় সাজানো আসন,
করে আহ্বান একান্তে সাধের শান্তিনিকেতন।
হে রবি! বিশ্বকবি তোমার মাঝে হয়েছি বিলীন,
দুই দেশে গায় গান, মিটবে কি কভু সেই ঋণ!
কত ডুব দেয় ভ্রমণে নাটকে না হয় উপন্যাসে,
সেই আনন্দ দেখিতে তুমি যদি থাকিতে পাশে।
এসো হে ২৫শে বৈশাখ,সবে মিলি করি আহ্বান,
প্রাণের মাঝে সুরে সুরে রয়েছে তব গীতবিতান।
*************
০৮/০৫/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
(C)Image:ছবি |
হে রবি! আজি ২৫শে বৈশাখের পূণ্যপ্রভাতে,
তোমার জন্য সুশোভিত মালা রেখেছি হাতে।
আকাশে বাতাসে ধ্বনিত আজ তোমারি নাম,
সবুজ পাতে পুষ্প বাসে প্রকৃতি জানায় প্রণাম।
অন্তর মাঝে অক্ষয় অমর হয়ে থাকো চিরদিন,
প্রণামি তোমারে আজ, তোমার শুভ জন্মদিন।
তোমার পদ্য গদ্য গানে তোমারি কথা গাঁথায়,
হৃদয় মাঝে ঢেউ তুলে আনন্দের সুর বাজায়।
আম্রকুঞ্জের শীতল ছায়ায় সাজানো আসন,
করে আহ্বান একান্তে সাধের শান্তিনিকেতন।
হে রবি! বিশ্বকবি তোমার মাঝে হয়েছি বিলীন,
দুই দেশে গায় গান, মিটবে কি কভু সেই ঋণ!
কত ডুব দেয় ভ্রমণে নাটকে না হয় উপন্যাসে,
সেই আনন্দ দেখিতে তুমি যদি থাকিতে পাশে।
এসো হে ২৫শে বৈশাখ,সবে মিলি করি আহ্বান,
প্রাণের মাঝে সুরে সুরে রয়েছে তব গীতবিতান।
*************
০৮/০৫/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন