।। সৈকত মজুমদার।।
ছড়া
মা আমার মা
তুমি ছেড়ে যেও না।
তোমাকে ছাড়া আমি
থাকতে পারব না।
তুমি ছেড়ে যেও না।
তোমাকে ছাড়া আমি
থাকতে পারব না।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
তুমি সবার বড়।
সন্তানের জন্য তুমি
আত্ম ত্যাগ ও কর।
তুমি সবার বড়।
সন্তানের জন্য তুমি
আত্ম ত্যাগ ও কর।
আমার কাছে আমার মা
সবার চেয়ে বড়।
জীবনে চলার পথে আমায়
আশীর্বাদ তুমি কর।
সবার চেয়ে বড়।
জীবনে চলার পথে আমায়
আশীর্বাদ তুমি কর।
প্রাণ জুড়ালো আমার
তোমার শীতল কোলে শুয়ে।
আমি ধন্য হলাম এ জীবনে
তোমার মত মা পেয়ে।
তোমার শীতল কোলে শুয়ে।
আমি ধন্য হলাম এ জীবনে
তোমার মত মা পেয়ে।
.................
মাতা
মাতা তোমাকে জানাই প্রণাম,
আমি প্রতি কাজে প্রতিবার ।
আশীর্বাদ করিও তুমি আমায়,
নাম রাখতে পারি যেন তোমার ।
জীবনে চলার পথে যদি
কখনও বাঁধা আসে,
পার হতে পারি যেন তা
তোমার করুণায় অনায়াসে ।
অন্যায়ের বিরুদ্ধে যেন আমি
সর্বদা প্রতিবাদ জানাই ।
এতে করতে হোক আমায়
যতই প্রাণের লড়াই ।
আমি প্রতি কাজে প্রতিবার ।
আশীর্বাদ করিও তুমি আমায়,
নাম রাখতে পারি যেন তোমার ।
জীবনে চলার পথে যদি
কখনও বাঁধা আসে,
পার হতে পারি যেন তা
তোমার করুণায় অনায়াসে ।
অন্যায়ের বিরুদ্ধে যেন আমি
সর্বদা প্রতিবাদ জানাই ।
এতে করতে হোক আমায়
যতই প্রাণের লড়াই ।
..................
জীবন যুদ্ধে
আমি আর চাই না বাঁচতে
এই নিষ্ঠুর পৃথিবীতে;
জীবন যুদ্ধে যখন হলো পরাজয়
থেকে আর লাভ কী জগতে ।
প্রতিটি দিন কাটে আমার
শুধু অবহেলায় অনাদরে;
সকলের কৃপার তরে।
কর্মহীন এ জীবনে,-
আর কতকাল দেখবে সবাই;
জীবনের শেষ প্রহর গুনতে গুনতে
কখন যে বিদায় জানাই
আছি শুধু তারি অপেক্ষায়!
এই নিষ্ঠুর পৃথিবীতে;
জীবন যুদ্ধে যখন হলো পরাজয়
থেকে আর লাভ কী জগতে ।
প্রতিটি দিন কাটে আমার
শুধু অবহেলায় অনাদরে;
সকলের কৃপার তরে।
কর্মহীন এ জীবনে,-
আর কতকাল দেখবে সবাই;
জীবনের শেষ প্রহর গুনতে গুনতে
কখন যে বিদায় জানাই
আছি শুধু তারি অপেক্ষায়!
..............
আঠারো
আঠারো কেড়ে নিয়েছে যৌবন
আঠারোয় ছেড়ে দিয়েছে প্রেমিকা।
রঙিন স্বপ্ন ভেঙে হলো চুরমার
আঠারোতে হলাম গৃহবন্দী;
আমার আঠারো
পূর্ণিমা রাতে হঠাৎ চন্দ্র গ্রহণ,
নীলাকাশে যেন কালোমেঘের পদার্পণ।
আঠারো আমায় করেছে নিরাশ
মায়ের স্বপ্ন হয়েছে ধূলিসাৎ।
আঠারো গ্রাস করেছে আমার জীবন দীপ,
সেই কালবেলা স্মৃতি পটে এখনও জ্বল জ্বল।
আঠারো তোমার ক্ষমা নেই ইহকালে-----
..................
আঠারোয় ছেড়ে দিয়েছে প্রেমিকা।
রঙিন স্বপ্ন ভেঙে হলো চুরমার
আঠারোতে হলাম গৃহবন্দী;
আমার আঠারো
পূর্ণিমা রাতে হঠাৎ চন্দ্র গ্রহণ,
নীলাকাশে যেন কালোমেঘের পদার্পণ।
আঠারো আমায় করেছে নিরাশ
মায়ের স্বপ্ন হয়েছে ধূলিসাৎ।
আঠারো গ্রাস করেছে আমার জীবন দীপ,
সেই কালবেলা স্মৃতি পটে এখনও জ্বল জ্বল।
আঠারো তোমার ক্ষমা নেই ইহকালে-----
..................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন