“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৪ মে, ২০১৭

আমি নিজেকে ভাঙতে পারি


  -পার্থ সারথি দত্ত

 











  




তুমি আমার বুকের ওপর
         ঝাঁপিয়ে পড়েই গলতে থাকো
        গলে- গলে নদী হও···
       
         আমার বুকের মাঝে
         একটি নদী আছে বলেই
         অবিরত নিজেকে আমি
         ভাঙতে পারি···৷৷

কোন মন্তব্য নেই: