“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

সঞ্চিত ব্যথা

                      
             ।।রফিক উদ্দিন লস্কর।।
 
(C)Image:ছবি

 









তো ব্যথা কতো কথা বুকে আছে সঞ্চিত,
জোর করে কেড়ে নিলো অধিকারে বঞ্চিত।
বেলা শেষে রাজপথের শেষ প্রান্তে দাঁড়িয়ে,
তারে ডাকি বারেবারে ঐ দু'টি হাত বাড়িয়ে।
আলো নিয়ে চলে গেলো আঁধারকে নামিয়ে,
মোর লুটে নিলো সবকিছু মাঝপথে থামিয়ে।
সাথে তার সাগরেদ, সবার গায়ে ছিলো বল,
তাই দেখে ভয় পেয়ে চোখ দিয়ে পড়ে জল।
মাঝ রাতে নিজালয়ে খালি হাতে ফিরে যাই,
ভয়ে পেয়ে শিউরে উঠি দুচোখেতে ঘুম নাই।
কে দেখিবে আর কে শুনিবে হৃদয়ের ক্রন্দন,
কি বিচিত্র জগতটা এই নেই যে কোন বন্ধন।
হায়! বড়ো হতে গিয়ে করেন নানারকম যুজ,
কতো আর্ত পীড়িত হলো নেয়নি কেহ খোঁজ।
ছলে বলে কৌশলে হলেন যিনি সবার সেরা,
কি'বা তার মানবতা! যে শত অপবাদে ঘেরা।
কেউ খুলেননি মুখ শুধু নিজের প্রাণের ভয়ে,
নিত্য চলে কতো অত্যাচার,সজীব বিশ্বালয়ে।
------------------------------------------------------------
২২/০৫/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: