“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

সময়

।।পার্থ সারথি দত্ত।।



(C)Image:ছবি
যাঁর যখন আসার কথা
সে তখনই আসবে
যাঁর যা কিছু বলার আছে
তাঁরা সময় মতোই বলবে
যে সকল ঘটনা ঘটবে বলে
      স্হির হয়ে আছে
তা সময় মতোই ঘটতে থাকবে...৷৷

                  

          

 


                                

কোন মন্তব্য নেই: