“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৮ মে, ২০১৭

বিশ্বকবি

 

























।। সুরজিৎ মণ্ডল ।।


মার মনে কবি রূপে
আছে যার ছবি,
তিনি শুধু বাংলার নন
বিশ্বের কবি।
আমি দেখিনি বিশ্বভারতী
না দেখেছি ঠাকুরবাড়ি।
তোমার সাথে কি সম্পর্ক
বুঝতে না পারি।
পঁচিশে বৈশাখ এলেই,
মনে আনন্দ উল্লাস।
বাইশে শ্রাবণ কেমন যেন
মেঘ ভরা আকাশ।
সে মধুর শব্দ রাশি
আর কে কোথা পায়!
আজকের কবিরা তবু
খুঁজে বেড়ায়।
তোমায় আবার যদি পাই
সবার মাঝে,
কিছু নতুন কিছু পুরান সাজে।
নই আমি কবির মত
নই আমি কবি,
জন্মদিনে প্রণাম জানাই
তোমায় বিশ্বকবি ।

কোন মন্তব্য নেই: