।। রাজীব ভট্টাচার্য।।
আগুন নিয়ে খেলা পছন্দ করে না অভ্র।
সে কোনোদিন বাজি পোড়ায় না । সুমনার একান্ত অনুগত হয়ে থাকাই তার পছন্দ ।
একসময়ে লিটলম্যগ করা কবিতা প্রেমিক অভ্র । আজ সে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত । উন্নত রুচির সাহিত্য-সংস্কৃতির বোদ্ধা ইংরেজির অধ্যাপক । কতো ডাক আসে তার বক্তৃতার জন্য । সভা-সেমিনারে সভাপতির আসন অলংকৃত করতে । তার এই মেধাবী জীবন যার অনুষঙ্গে আরো মেধাবী ও মোহময় হয়ে উঠেছে তিনি তার সহকর্মীনি ও সহধর্মীনি সুমনা । ড. সুমনা সেন । যাকে ছাড়া অভ্র এখন অচল ।
সে কোনোদিন বাজি পোড়ায় না । সুমনার একান্ত অনুগত হয়ে থাকাই তার পছন্দ ।
একসময়ে লিটলম্যগ করা কবিতা প্রেমিক অভ্র । আজ সে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত । উন্নত রুচির সাহিত্য-সংস্কৃতির বোদ্ধা ইংরেজির অধ্যাপক । কতো ডাক আসে তার বক্তৃতার জন্য । সভা-সেমিনারে সভাপতির আসন অলংকৃত করতে । তার এই মেধাবী জীবন যার অনুষঙ্গে আরো মেধাবী ও মোহময় হয়ে উঠেছে তিনি তার সহকর্মীনি ও সহধর্মীনি সুমনা । ড. সুমনা সেন । যাকে ছাড়া অভ্র এখন অচল ।
একদিন হঠাৎ ই সে দেখে ফেলে এক দেহাতি রমণ । তার পর থেকে কেমন এক নেশা চেপে
যায় । লুকিয়ে দেখার মধ্যে এক অদ্ভুত মজা পায় সে । সেই মজা ক্রমে মর্ষকাম হয়
। প্রায় প্রতিদিন তার হাইরাইজ ফ্ল্যাট থেকে দেখা , দূরবীন সহযোগে দূরে ঝুপড়িতে দেহাতি নর-নারীর আন্তরিক রতি ।
রমণ শেষে তাদের কল্লোলিত হাসি ... ।
অভ্রের কাতরতা বড়ে । বাড়ে ঈর্ষা । ক্ষোভ । রাগ । বাড়ে নাগরিক চতুরতা । ঝুপড়ি উচ্ছেদ অভিযানের এক জন সক্রিয় সদস্য হয় অভ্র ।
অভ্রের কাতরতা বড়ে । বাড়ে ঈর্ষা । ক্ষোভ । রাগ । বাড়ে নাগরিক চতুরতা । ঝুপড়ি উচ্ছেদ অভিযানের এক জন সক্রিয় সদস্য হয় অভ্র ।
ঘড়িতে এখন রাত দুটো । অভ্র বসে আছে তার স্টাডিতে । তার সামনে কোন জার্নাল
বা থিসিস পেপার নয় , টেবিলে পড়ে আছে একটা বহু পুরনো কবিতার
অণু পত্রিকা "মা-নিষাদ" যার প্রচ্ছদে সঙ্গমরত
পক্ষীমিথুনের মৃত্যু দৃশ্য । ঐ ছবির দিকে ঠায় তাকিয়ে আছে অভ্র । কীএক
ভালো না লাগা তার বুকে আটকে আছে । মাথায় মননে মেধায় এক কুরে খাওয়া অবসন্নতা
। সে বুঝতে পারে না , এটা কি পরাজয়ের গ্লানি ? নাকি
জয়ের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন