।। সুরজিৎ মণ্ডল ।।
জন্ম দিয়েছে আমায় চোখ
ভরা জলে,
আশ্রয় দিয়েছে মা আঞ্চলের তলে।
গড়ে তুলেছ আমায় তিল তিল করে,
মৃন্ময়ী মায়ের মূর্তি যেভাবেতে গড়ে।
স্নানের পর, খাইয়ে দিলে আসতো চোখ জুড়িয়া,
মা তো আমায় দিলো তার জীবন উৎসরিয়া।
মনে আছে, আমার মনে আছে সে কথা
আমার সকল দুষ্টামিতেও মায়ের নীরবতা।
একদিন জিদ ধরেছি চাই দশটি টাকা,
সবটি দিল যা ছিল তার অনেক দিনের রাখা।
কি ভুল সেদিন করেছিলাম ভাবে মরি আমি,
সেই টাকাতো মায়ের ছিলো জীবনেরও দামী।
তারে যদি দেই আমি হৃদয়ের কৌপিন,
তবু কি ফুরাতে পারি সে দশ টাকার ঋণ?
মার কাছে থাকতে চাই জীবনের ঋণী,
লক্ষ জন্ম পরেও যেন মা কে আমি চিনি।
বার বার জন্ম নেব তারে কিছু দিতে,
মায়ের সন্তান হয়ে আসবো পৃথিবীতে।
স্নেহের টান মার, অকৃত্রিম ভালোবাসা,
তারই চরণতলে বাঁধতে চাই বাসা।
আশ্রয় দিয়েছে মা আঞ্চলের তলে।
গড়ে তুলেছ আমায় তিল তিল করে,
মৃন্ময়ী মায়ের মূর্তি যেভাবেতে গড়ে।
স্নানের পর, খাইয়ে দিলে আসতো চোখ জুড়িয়া,
মা তো আমায় দিলো তার জীবন উৎসরিয়া।
মনে আছে, আমার মনে আছে সে কথা
আমার সকল দুষ্টামিতেও মায়ের নীরবতা।
একদিন জিদ ধরেছি চাই দশটি টাকা,
সবটি দিল যা ছিল তার অনেক দিনের রাখা।
কি ভুল সেদিন করেছিলাম ভাবে মরি আমি,
সেই টাকাতো মায়ের ছিলো জীবনেরও দামী।
তারে যদি দেই আমি হৃদয়ের কৌপিন,
তবু কি ফুরাতে পারি সে দশ টাকার ঋণ?
মার কাছে থাকতে চাই জীবনের ঋণী,
লক্ষ জন্ম পরেও যেন মা কে আমি চিনি।
বার বার জন্ম নেব তারে কিছু দিতে,
মায়ের সন্তান হয়ে আসবো পৃথিবীতে।
স্নেহের টান মার, অকৃত্রিম ভালোবাসা,
তারই চরণতলে বাঁধতে চাই বাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন