চীরশ্রী দেবনাথ
(প্রকাশিত "ভাষাসাহিত্য’, এপ্রিল, দুই হাজার সতেরো)
.......
মঙ্গল গ্রহের মানব মানবী
পৃথিবী থেকে নিয়ে যেতে এসেছে ক্ষুধার সুগন্ধি,
ঈর্ষার কারুকাজ, প্রেমের নিঃসঙ্গতা, সঙ্গমের দৃশ্যান্তর,
তারা দেখতে এসেছে,
ভরা কোটালের দিন শরীরে কি জেগে ওঠে ফসলের মাঠ
ধূপ জ্বালা করা চোখে কিভাবে ভেসে আসে ঈশ্বরের জল,
পশুর লোম ঝরা আলপথে কি থাকে নারীর আদর
এসবই সাজাতে হবে লালগ্রহের শূন্যতায়
পৃথিবীর খামে খামে আজ সাজানো ইন্দ্রিয় সুখ, তমোগুণ, অস্থির ঋতুর ঝড়ো দিন,
সবকিছু নিতে চায় ভিনগ্রহ
নিঃশর্ত মৈথুনে তারা জন্ম দেবে নিখাদ কালো মানুষের...
(C)Image:ছবি |
(প্রকাশিত "ভাষাসাহিত্য’, এপ্রিল, দুই হাজার সতেরো)
.......
মঙ্গল গ্রহের মানব মানবী
পৃথিবী থেকে নিয়ে যেতে এসেছে ক্ষুধার সুগন্ধি,
ঈর্ষার কারুকাজ, প্রেমের নিঃসঙ্গতা, সঙ্গমের দৃশ্যান্তর,
তারা দেখতে এসেছে,
ভরা কোটালের দিন শরীরে কি জেগে ওঠে ফসলের মাঠ
ধূপ জ্বালা করা চোখে কিভাবে ভেসে আসে ঈশ্বরের জল,
পশুর লোম ঝরা আলপথে কি থাকে নারীর আদর
এসবই সাজাতে হবে লালগ্রহের শূন্যতায়
পৃথিবীর খামে খামে আজ সাজানো ইন্দ্রিয় সুখ, তমোগুণ, অস্থির ঋতুর ঝড়ো দিন,
সবকিছু নিতে চায় ভিনগ্রহ
নিঃশর্ত মৈথুনে তারা জন্ম দেবে নিখাদ কালো মানুষের...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন