“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

১২ বছরের কালঘুম

।। রাজেশ চন্দ্র দেবনাথ ।।
(C)Image:ছবি









মেঘের মুখ খুলে দাও আজ
নেমে আসুক অপমানের ঘাম
১২ বছরের কালঘুম ভাঙিয়ে
লিখে রাখি অসমাপ্ত বদনাম
প্রেমের নামাজে পাপ ছিলনা
ছিলনা রক্তে  বর্বর চুম্বন
আদিম বানে কেঁদেছি সারারাত
ধোঁয়ায় উড়িয়ে বৈষ্ণবী মন
ছুঁয়েছি শ্মশান পাড়ায়
ক্ষত বিক্ষত অসতী ঠোঁট
যে আচল ছিলনা আমার
সেই কেড়ে নিল সমস্ত প্রতিশোধ
তুলসি তলায় মাটি ফুঁড়ে
ছিল যত ব্যথা
সযত্নে পুঁতে রেখো
এক জীবনের শেষ কথা

কোন মন্তব্য নেই: