“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৮ মে, ২০১৭

অবসেশন



- অর্পিতা আচার্য





কি পাপ করেছ ?
তবে কেন হাত ধুচ্ছ বারবার  ?
তোমার রক্তাভ চোখে এত ক্রুদ্ধ কিসের নির্ঘোষ ?
বারান্দায় জল ঢালছো
গঙ্গাজল ছিটাচ্ছ দুয়ারে
গেরুয়া বস্ত্র পরে ঘনঘন হুহুংকার
ঈশ্বরের সশব্দ দোহাই ?
দরজায় পাহারা দিয়ে
স্নান করে ঢোকাচ্ছ মানুষ !
ফুল ধূপ চন্দনের নিচে
ছাই চাপা আগুনের মত
লুকিয়েছ কি এমন অপরাধ, অগম্য -গোপন ?

প্রণামের অপচ্ছায়া
আবৃত করেছে কোন
রক্তস্নাত ঘৃণ্য করতল !

কোন মন্তব্য নেই: