“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

আমার দূর্গা


(C)Image:ছবি


















তোমার দুর্গা চলে যাবেন
আমার দুর্গা শাশ্বত,
নিত্য সঙ্গী শক্তি আমার
কেনো হবে বিসর্জিত?
 

তুমি হবে মুহ্যমান
বিরহাতুর কার্যত,
সূক্ষ্ম বিষ্ণু কেন্দ্রে রেখে
আমার দুর্গা আবর্তিত।

মহাবিশ্বের কণায় কণায়
শক্তি আমার কোথায় নেই?
কোথা থেকে আনো ডেকে
বিদায় দিয়ে পাঠাও কই?

তা বেশ তুমি যেমনই পুজো 
প্রণাম তোমার ভাবনাকে,
মেয়ে বলেই মানো যদি-
মেরোনা আর ভ্রূণটাকে।।


কোন মন্তব্য নেই: