“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

গানের ছড়া


    । ।  এম রিয়াজুল আজহার লস্কর । ।

(C)Image:ছবি
















কটা গানে কাঁদি এবং একটা গানে হাসি।
একটা গানে স্বপ্ন দেখি জগৎ ভালোবাসি। ।
একটা গানে সুখেই থাকি, একটা গানে ভয়ে।
একটা গানে চলতে থাকি পাখির মত হয়ে। ।
©
কপিরাইট সংরক্ষিত
( ঐক্যটা হোক স্বপ্ন সবার , পৃষ্ঠা নং ২২  )

কোন মন্তব্য নেই: