“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

সাগর পাড়ির গল্প।। আবু আশফাক্ব চৌধুরী।

একটা দীর্ঘ শ্বাসের ভেতর একটা জীবন
ছবি মেঘের মতো ভাসছে
দূরস্পর্শ আকাশ হাতের নাগালে
আসার বাহানায় চলে যাচ্ছে
আরও উপরে....

ওখানে অতল সমুদ্র রাত জাগে
অমঙলের সুর তুলে গায়
লক্ষ্মী পেঁচা -
নৌকো দিয়ে সাগর পাড়ির গল্প
মাঝির উল্লাস শোনা যায়
মাঝ দরিয়ায়......

ছবি দেখে কেউ নিজেকে করে তোলে
ছবির নায়ক
রাতদিন ছবি দেখে দেখে
নিজেকে আঁকতে থাকে ছবির মতন।  অবশেষে একটা দীর্ঘশ্বাস অপেক্ষায় গুণে
পথের পাথর.... 

কোন মন্তব্য নেই: