“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

পাহাড়ি ঘাম

(C)Image:ছবি






























।। অভীক কুমার দে ।।
.
নিচে নামতে নামতে 

যেখানে গুহামুখ ঢাকা
গভীর বন ও গোপন ঝর্ণার কথা হয়
গুহায় প্রাণের ছটফট
ছটফটে জীবন
বন্ধ চোখ,
সেখানে প্রলয়- ঋতুর দিনে
দানবীয় ঝড় আসে।
ঝড় এলেই বিচ্ছেদ যন্ত্রণা
গুহার ভেতর ভাঙন- বিলাপ
বিলাসিনীর জমাট স্বপ্ন গলতে গলতে
অচল শরীর।
পা বেয়ে নেমে আসে 

কষ্টের পাহাড়ি ঘাম,
ডুবে যায় সমতল অবতল।
.
অনেকদিন চলে যাবার পর
একদিন শুকিয়ে গেলে গুহামুখ
ভাঙন- বিলাপ ভুলে যায় গুহা এবং
ভেজা মানবতা ভেজাল খোঁজে...

কোন মন্তব্য নেই: