(C)Image:ছবি |
।। অভীক কুমার দে ।।
.
নিচে নামতে নামতে
যেখানে গুহামুখ ঢাকা
গভীর বন ও গোপন ঝর্ণার কথা হয়
গুহায় প্রাণের ছটফট
ছটফটে জীবন
বন্ধ চোখ,
সেখানে প্রলয়- ঋতুর দিনে
দানবীয় ঝড় আসে।
ঝড় এলেই বিচ্ছেদ যন্ত্রণা
গুহার ভেতর ভাঙন- বিলাপ
বিলাসিনীর জমাট স্বপ্ন গলতে গলতে
অচল শরীর।
পা বেয়ে নেমে আসে
কষ্টের পাহাড়ি ঘাম,
ডুবে যায় সমতল অবতল।
.
অনেকদিন চলে যাবার পর
একদিন শুকিয়ে গেলে গুহামুখ
ভাঙন- বিলাপ ভুলে যায় গুহা এবং
ভেজা মানবতা ভেজাল খোঁজে...
নিচে নামতে নামতে
যেখানে গুহামুখ ঢাকা
গভীর বন ও গোপন ঝর্ণার কথা হয়
গুহায় প্রাণের ছটফট
ছটফটে জীবন
বন্ধ চোখ,
সেখানে প্রলয়- ঋতুর দিনে
দানবীয় ঝড় আসে।
ঝড় এলেই বিচ্ছেদ যন্ত্রণা
গুহার ভেতর ভাঙন- বিলাপ
বিলাসিনীর জমাট স্বপ্ন গলতে গলতে
অচল শরীর।
পা বেয়ে নেমে আসে
কষ্টের পাহাড়ি ঘাম,
ডুবে যায় সমতল অবতল।
.
অনেকদিন চলে যাবার পর
একদিন শুকিয়ে গেলে গুহামুখ
ভাঙন- বিলাপ ভুলে যায় গুহা এবং
ভেজা মানবতা ভেজাল খোঁজে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন