“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

আবিষ্কার
























নিত্য  নূতন গড়াই স্বভাবজাত ধৰ্ম !  এসবই কালের কর্ম !
💞💞👏👏💞💞

~~আধুনিক লতিফা ~~


।। সিক্তা বিশ্বাস ।।
       
      
র্তমান  উধাও হয় পুরোনোর তরে ,
ব্যথা দেয় যে মর্মে
  মর্মে গোপনে  অন্তরে l
মনের আবিষ্কার জানার মধ্যেই  অজানারে  !
কতদিন কে বা মনে রাখে কা
রে প্রাণটি ধরে !
সব সম্পৰ্ক ফিকে  হয় সময়ের তোড়ে !
শূন্যস্থান পূর্ণ হয় নিত্য-নূতন গড়ে l
   

  ঝোড়োমেঘ
  ২৬-০৯-১৭ ইং ,
      শিলং l


কোন মন্তব্য নেই: