।। মধুমিতা নাথ।।
(রূপনগর সংবাদ ---৫৭)
---------------------------------
ঐ বাপ ----
আর কতদূর চলতি হবেক ?
আর কতদিন চলতি হবেক ?
ভুখার পেটে চুহা দৌড় করছে গ
পায়ের তলে কাঁটা বিন্ধেছে , খুন গড়াইছে
জলজংলা পার হইতে খুনের গন্ধে জোঁক ধইরেছে
কাঁটাতার আমার গতরের জামা ছিঁড়েছে
মাথার ভারী বোঝা লামাই দে বাপ ----
মুর ঘাড়খানা টনটন করিছে
ঐ বাপ -----
আর কতদূর গেলে দেশ মিলবে গ ?
মু'কে তুই ধরম কথা সুনাইছিলিস বটেক
ভালা রে! !
তুর ধরম কত্ত কত্ত ভালা কথা জানে রে !
"ছকলেই ইকটা ঈশ্বরের
বেটা বিটি আছে "
ই তুর কেমন ঈশ্বর আছে রে !
ইত্ত বেটাবিটি জনম দিলো ,
কিবল ইকটা বড় দেশ লাই বানাতে পারলো গ
ছকল বিটাবিটির জইন্য ইকটা
কিবল ইকটা দেশ ....
ইত্ত ইত্ত দেশ কে বনাইলো বটেক !
ঐ বাপ ----
তু মুকে জনম দিলাইছিস
মুই কিনে ঈশ্বরকে বাপ বুলবক ?
তু মুর বাপ আছিস ,
রোটি দিলাইছিস , কপড়া ভী দিলাইছিস
দেশ কিনে দিবিক লাই !
মুকে ইকটা দেশ দিলাই দে
মুই বুক ভইরে শ্বাস লিবো
মুই আর লাই পলাইবো
মুই পেট পুইরে ডাল রোটি খাবো
চোখ ভইরে সপন দিখবো
কিবল ইকটা দেশ দিলাই দে ---
ইকটা দেশ ----
কুনু কাঁটাতার লাই থাকবেক
বাতাসে বারুদ গন্ধ লাই থাকবেক
গলা চিপে কেউ লাই মারবেক
বুকের উপর লাই লাচবেক
মুর ইজ্জতে কুনু হারামী হাত লাই দিবেক
ঘরে-দুয়ারে বস্তিতে আগুন লাই দিবেক
"তুহার দেশ ইটা
লয়" ---- বলি লাই চেঁচাইবেক
ধরমের গেলাস ভইরে খুন লাই গিলবেক
দিলাই দে বাপ ---
ইকটা বাঁচার মতো দেশ দিলাই দে ...
--------------//--------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন