।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
শূন্য ঘরের পণ্য সে কে রক্ত শুঁকে বেড়ায় !
'আমি' অবুঝ সবুজ ভেবে মৃত্যু রঙের ঘেরায়।
এদিক ওদিক দুদিক জানি মিথ্যে বড়াই করে
ঘরের ভেতর ঘরের খবর ঘর যে শূন্য ঘরে।
.
রঙিন গায়ে রঙ মেখেও রঙ ফুরোবার ভয় !
সাদা কালোয় আধা জীবন বাকি সবই ক্ষয়।
আঁধার শরীর রাতে কালোয় ঢাকো যত আরও
জ্বলন তবু তারার মুখে হাসি থাকেই কারো।
.
রুদ্ধশ্বাসের জীবন কি আর যুদ্ধে মুক্তি আছে !
মানুষ শুধু হুঁশ হারা হয় মনের মানের কাছে।
'বাঁচাও বাঁচি' মাছির জীবন ভিক্ষে চাই না আর,
ঘরের ভেতর ঘর তো সবার, জ্বলন তবে কার !
.
আমার আমি তোমার তুমি ওরা-ও যদি কেউ
কেন তবে জীবন- ছকে চোরানদীর ঢেউ ?
জয় পরাজয় হয় না বিচার মরণ- মারণ সুখে,
শূন্য ঘরের পণ্য সে কে 'আমি' যখন দুখে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন