“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

শয়তানের পা

।। আবু আশফাক্ব চৌধুরী।।


(C)Imageঃছবি













পুজো এলে ভক্তরা লুটে পড়ে
চরণ ধূলায়... আমরণ সুখের কামনা
ঈশ্বরীয় অনুভূতি চমকায়
কাঠহৃদয়ে পাখি ডেকে ওঠে
একটা শয়তান সারা রাত পাহারা দেয়
ঘুরেফিরে দেবীর আনাচেকানাচে
গন্ধ টের পাই শুধু দেখা যায় তার পা-ই
ভবদীয় ঈশ্বরও ভয়ে কাঁপেন
  সন্ত্রস্ত হন
কোথায় কখন জানি হৃদয়ের উপর
রেখে দেয় হাত ছিনিয়ে নেয় তার পবিত্রতা..!!
                  (২৪/০৯/২০১৭)

কোন মন্তব্য নেই: