।। পার্থপ্রতীম আচার্য।।
কফিনে শেষ পেরেকটা ঠুকে দাও মাধবীলতা
তোমার বাক রোধ হয়ে যাওয়া মানে বোঝো তুমি?
দেয়ালে বর্ষায় ভিজে যাওয়া হৃদয় আমার
দাগ জমে আছে বর্ণালি শ্যাওলার
কথা, হাসি, অতি বলা নিশ্চুপ চোখ
সব মাইরি কেমন ধোঁয়াশা এখানে
কথা বল, না হয় দুয়ার খুলে
জাহান্নামে ঢুকিয়ে দাও আমায়
সান্ধ্যভাষা আসেনা আমার
একেবারে বালখিল্য
কয়েক লাইন
তবু কুলাঝাড়া শব্দ এগুলো
রুপালি গলার চেন ছিঁড়ে ফেলা
ছিঁড়ে ফেলা আবরণ পেলবতা-
কথা বলো কিছু কথা
যেখানে বাঙ্ময় তোমার
অন্তরে লীনা কোন
গোলাপি
ভাবনা ।।
একবার শুনে চোখের উপর পড়ুক ঝরে
দুটো খস খসে পাতা।
আর যদি থাকো পাশে
বোকা বুড়োর মতো
দুহাতে সরাবো পাথর
জেনে রেখো মাধবীলতা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন