“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

তোমাকে ভালবাসি বলেই

।।শৈলেন দাস।।
(C)Image:ছবি










তোমাকে ভালবাসি বলেই
কেওকার্পিনের এডের
মেয়েটির দিকে
ফিরে ফিরে চাই।
শহরের গলি পথে
তোমাকে দেখতে পেতে
সকাল থেকে সন্ধ্যে
একাকী ঘুরে বেড়াই।
ভাবনার দেশে একলা পেয়ে
তোমার সাথে আলাপচারিতায়
খেয়ালই থাকেনা কখন
আনমনে গোবরে পা মাড়াই।
তোমাকে ভালবাসি বলেই
ঘরের কাজে মাঝেমাঝে
অন্যমনস্ক হয়ে যাই।
কলের জল গড়িয়ে পড়ে
বইয়ের পাতা ভূতে পড়ে
রাস্তায় যখন একদল
তরুণীর হাসি শুনতে পাই।
আর রান্নাঘরে খেতে এলে
আমার রসিকতার পরিচয় দেই
তবু বৌদিরা ফোড়ন কাটে প্রায়ই
আমি নাকি লবণের স্বাদ ভুলে যাই।
তোমাকে ভালবাসি বলেই
মাঝেমাঝে আকাশে
পাখিদের মত উড়তে চাই।
বাড়ির ছাদে বসে
আকাশের চাঁদের পাশে
তোমাকে দেখতে এলে
মশারা খু
শি হয় যারপরনাই।
আর ভূতেরা সব নিরুৎসাহে
চলে যায় যে যার কবরে
শুধু জেগে থাকে আমার মা
সেই ভয়ে কখন ডানা ঝাপটাই।


কোন মন্তব্য নেই: