।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
.
এক
------
তরল লাল জালিকাপথে হৃদপিণ্ড ছোঁয়।
.
নিয়মের জোয়ারভাটা বাদ দিলে--
বহু অপবাদে অস্থির ঢেউ
বুকে মাখে আকাশের নীল,
যত রাগ ফণা তোলে;
ধারার পর ধারায় বয়ে যায় স্রোত।
.
বিস্তীর্ণ সৈকতে গুল্ম- ব্যথা আর বালু- জ্বর,
নদীর শ্রমেই সমুদ্র বাঁচে,
বাঁচায় রঙ জীবনের।
.
দুই
------
জীবনছবির ছবি ফুটিয়ে তুলবে বলে
ঢেউয়ের পর ঢেউয়ে ফেনাময় অস্থিরতা,
অথচ নির্দয় সৈকত বরাবর নীরব দর্শক।
.
সব জানে সব বোঝে পাহাড়, তবু
অবুঝ নদীর বোঝা চাপিয়েই খুশি !
সহ্যের-ও আনুপাতিক সীমানা থাকে,
ফলাফলে কোন উপকূল প্রেমিকের মৃত্যু...
এক
------
তরল লাল জালিকাপথে হৃদপিণ্ড ছোঁয়।
.
নিয়মের জোয়ারভাটা বাদ দিলে--
বহু অপবাদে অস্থির ঢেউ
বুকে মাখে আকাশের নীল,
যত রাগ ফণা তোলে;
ধারার পর ধারায় বয়ে যায় স্রোত।
.
বিস্তীর্ণ সৈকতে গুল্ম- ব্যথা আর বালু- জ্বর,
নদীর শ্রমেই সমুদ্র বাঁচে,
বাঁচায় রঙ জীবনের।
.
দুই
------
জীবনছবির ছবি ফুটিয়ে তুলবে বলে
ঢেউয়ের পর ঢেউয়ে ফেনাময় অস্থিরতা,
অথচ নির্দয় সৈকত বরাবর নীরব দর্শক।
.
সব জানে সব বোঝে পাহাড়, তবু
অবুঝ নদীর বোঝা চাপিয়েই খুশি !
সহ্যের-ও আনুপাতিক সীমানা থাকে,
ফলাফলে কোন উপকূল প্রেমিকের মৃত্যু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন