“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

আধিপত্য


।। অভীক কুমার দে ।। 

(C)Image:ছবি



















.
এক
------
রল লাল জালিকাপথে হৃদপিণ্ড ছোঁয়।
.
নিয়মের জোয়ারভাটা বাদ দিলে--
বহু অপবাদে অস্থির ঢেউ
বুকে মাখে আকাশের নীল,
যত রাগ ফণা তোলে;
ধারার পর ধারায় বয়ে যায় স্রোত।
.
বিস্তীর্ণ সৈকতে গুল্ম- ব্যথা আর বালু- জ্বর,
নদীর শ্রমেই সমুদ্র বাঁচে,
বাঁচায় রঙ জীবনের।
.
দুই
------
জীবনছবির ছবি ফুটিয়ে তুলবে বলে
ঢেউয়ের পর ঢেউয়ে ফেনাময় অস্থিরতা,
অথচ নির্দয় সৈকত বরাবর নীরব দর্শক।
.
সব জানে সব বোঝে পাহাড়, তবু
অবুঝ নদীর বোঝা চাপিয়েই খুশি !
সহ্যের-ও আনুপাতিক সীমানা থাকে,
ফলাফলে কোন উপকূল প্রেমিকের মৃত্যু...

কোন মন্তব্য নেই: