“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

পুতুল জীবন

।। দেবশ্রিতা চৌধুরী।।      
(C)Image:ছবি

     













  বিরাম এক অস্তিত্বহীনতায়
       চমকে ওঠে সুছন্দের জীবন
       ভরে যায়  ছন্দহীন এলোমেলো তানে
         
       রাত গভীরে শোকেসে সাজানো
       পুতুলেরা সব প্রাণবন্ত হয়
       সুখ দুঃখের কথা কয়
       বাঘ সিংহ মিলেমিশে
       একে অপরের সাথে খেলা করে
       ভূত ভবিষ্যৎ বর্তমানের আনাগোনায়
       ঢেউয়ের মতো,সকালে আবার
       নিজের নিজের জায়গা
       খল করে নিঃশব্দে।
       আমাকে কেউ জানেনা চেনেনা
       ঢেকে রাখি প্রাণপণে
       দেখেনি তো ওরা মানুষের পুতুল জীবন।।।

কোন মন্তব্য নেই: